Tuesday, September 28, 2010

অসংলগ্ন অবক্ষয়ের গদ্য...

অচিন পাখির সাথে হারিয়ে যাব ভেবে
গোটা  দুপুর জুড়ে
নিজেকে নষ্ট করার ছেলেখেলা করলাম.

হালুম হুলুম বাঘের শব্দে পালিয়ে যাওয়া
দিনগুলিকে উল্টেপাল্টে একপাশে রেখে,
এখন স্বাভাবিকতার গান শুনব ভাবছি.

চারপাশে সবাই ন্যাকা ন্যাকা গল্প লিখে
শেষে এক সুরে গান গায়

এবং শেষমেষ,
'এই জন্যই শালা গোটা দেশটা উচ্ছনে যাচ্ছে '.


এইসব জিলিপির রসে চটচটে হাত মুখ
ধুয়ে ফেলে ফের অনলাইন হওয়া যেতে পারে.
অদৃশ্য-সবুজ-লাল চালাকিতে ক্লান্ত হলে
আবার দিনগত অবক্ষয় খতিয়ে নেবার কথা ভাবা যাবে.

পুরো দিনের নিয়মিত গদ্যের শেষে...
সব অসংলগ্ন ভাবনা ক্রমশ একই পথে সঞ্চারিত হয়.
সমস্ত ক্রমাঙ্কিত ভাবনা কেবল সুচিন্তিত স্বরূপকে বিদ্ধ করে ...